একজন মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হয় !
কিসের মায়ায় কিসের আশায় কাছের মানুষ গুলাকে অবহেলা করিস ? টাকা ? শোন টাকা হয়তো একসময় অনেক হবে , কিন্তু সে সময় এই কাছের মানুষ গুলার একটু হাসি মাখা মুখ দেখার জন্যে হাজার কেঁদেও দেখতে পারবিনা !
সুখ দুঃখ মিলায়াই জীবন ...!
নাকি অহংকার করিস সুন্দর স্বাস্থ্য আর রুপের ? শোন এই বয়সটাকে বেঁধে রাখতে পারবিনা , সুন্দর স্বাস্থ্য আর রুপ সবসময় থাকবেনা , কার প্রোরচনায় সুন্দর স্বাস্থ্য আর রুপের অহংকারে আপন মানুষ গুলার সাথে এমন হেলাফেলা ব্যাবহার করতেছিস ? যাদের এত তাচ্ছিল্য করতেছিস তারাই তোর শেষ সম্বল হবে !
তখন এই লজ্বা কোথায় রাখবি ...!


কোন মন্তব্য নেই